
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনে ১৩টি ইউনিয়ন ও পৌরসভার ১২৬টি ভোট কেন্দ্রের জামায়াতে ইসলামীর সভাপতি এবং সেক্রেটারিদের নিয়ে ওয়ার্কসপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২৫ জানুয়ারী) সকালে উপজেলা শহরের আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট মাহবুবুর রশীদ ফরাজি সহ জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতারা।