
আল আমিন/মোবারক হোসাইন:-
ময়মনসিংহের ফুলবাড়ীয়া থেকে প্রথম প্রকাশিত সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকা ২১তম বর্ষে পদার্পণ উপলক্ষে উপজেলার কালাদহ এলাকায় ১৫২৬টি তাল বীজ রোপণ করেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কেশরগঞ্জ পাটিরা রাস্তার ধারে ফুলখড়ি সম্পাদনা পরিষদ, উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় পাঠক ফোরামের আয়োজনে এ কর্মসূচীর সভাপতিত্ব করেন উপদেষ্টা পরিষদের প্রধান সমন্বয়কারী ও বিএনপি নেতা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে চৌরাস্তা বাজারের পূর্ব দিকে রোপণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম। এর আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই চারা রোপণের মাধ্যমে মানুষ পশু পাখি সহ সকলেই উপকৃত হবে। এটি ভবিষ্যতের জন্য একটি অনন্য বৈশিষ্টের কাজ। যা ছদকায়ে জারিয়া হিসেবে থাকবে। এসময় এমন মহৎ কর্মকান্ডের জন্য ফুলখড়ি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, ফুলখড়ি পরিবারের এ উদ্যোগ দেশের মধ্যে একটি মাইল ফলক সৃষ্টি করেছে। তাল বীজ রোপণের পরে এগুলো সঠিক পরিচর্যা ও স্থানীয়দের পর্যবেক্ষণের তাগিদ দেন তিনি।
সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মো: নুরুল ইসলাম খানের সার্বিক তত্বাবধানে এতে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কালাদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলাম মাস্টার, প্রেসক্লাবের সহ সভাপতি আবুল কালাম,সাধারণ সম্পাদক আব্দুল হালিম।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পাঠক ফোরামের সহ সভাপতি আলহাজ্ব আনিছুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক মোজাম্মেল হক আলামিন, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক এনামুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের ইউনিয়ন সভাপতি মাওলানা আবুল বাশার, ইসলামী আন্দোলনের ইউনিয়ন সভাপতি মাওলানা মোজাম্মেল হক, কালাদহ আনসার ভিডিপি ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন দুলাল, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল হালিম ও উপজেলা শিবিরের সভাপতি মানিক হাসান প্রমুখ। পরিচালনা করেন ফুলখড়ি পাঠক ফোরামের শিক্ষা, পরিবেশ ও বনায়ন বিষয়ক সম্পাদক মো. উসমান গনি। এরপর অতিথিবৃন্দ
কালাদহ আনসার ভিডিপি ক্লাব পরিদর্শন করেন। এসময় ক্লাবের সভাপতি ক্লাবের বিভিন্ন বিষয় তুলে ধরেন।