ফুলবাড়ীয়া পৌর এলাকায় ৩শ পরিবারে ত্রাণ বিতরণ

Jamal Jamal

Khan

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, জুন ৮, ২০২০

মোঃ হেলাল উদ্দিন উজ্জল: ফুলবাড়ীয়া পৌরএলাকায় সম্ভব্য করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবেলায় দুর্যোগক্রান্ত, দুঃস্থ অতি দরীদ্র ৩শত পরিবারের মাঝে ত্রাণের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
ফুলবাড়িয়া পৌরসভা কার্যালয়ে ৯টি ওয়ার্ডের হত দরীদ্রদের মাঝে সামাজিক ওশারীরিক দুরত্ব মেনে ১০ কেজি করে চাল ৩শত পরিবারের মাঝে দুর্যোগও ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ৩ মে: ট্রন চাল বিতরণ করেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া। চাল বিতরণ কালে পৌর মেয়র গোলাম কিবরিয়া বলেন সরকারে স্বাস্থ্য বিধি মেনে আপনারা সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে চাল গ্রহন করুন আপনাদের সেবায় পৌরসভা সর্বদা প্রস্তুত, অপ্রয়োজনে আপনারা ঘর থেকে বাহির হবেন না তিনি আরও বলেন ঘর থেকে বের হলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবেন। এসময় টেক অফিসার উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সাইফুল ইসলাম এর প্রতিনিধি পৌর কাউন্সিলন চান মাহমুদ , সচিব হারুন অর রশিদ, প্রধান সহকারী আ: সাত্তার সহ পৌর কর্মকতা ও কর্মচারী উপস্থিত ছিলেন।