ফুলখড়ি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে- ইউএনও নাহিদুল করিম ফুলখড়ি ফুলখড়ি প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২২ ফুলখড়ি ডেস্ক : ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম বলেন, এ উপজেলা থেকে প্রকাশিত ঐতিহ্যবাহী সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকাটি সামাজিক, মানবিক, উন্নয়নমূলক এবং অন্যান্য কাজের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন, ফুলখড়ি’র নিজস্ব একটি ঐতিহ্য রয়েছে। এ পত্রিকাটি ফুলবাড়ীয়া কেন্দ্রিক সকল খবরাখবর প্রকাশে পাঠকের গ্রহণযোগ্যতা অর্জণ করেছে। আজ মঙ্গলবার (১ নভেম্বর) পত্রিকাটির ১৮তম বর্ষে পদার্পন ও ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফুলখড়ি পরিবার কর্তৃক আয়োজিত আনন্দ র্যালীর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক এবং অন্যান্য কলাকৌশলীদের ধন্যবাদ জানিয়ে প্রত্রিকাটির সাফল্য কামনা করেন। র্যালীতে অংশ গ্রহণ করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, অতি. কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তরের সহ- পরিচালক নূর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ,ফুলবাড়ীয়া বণিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম সেলিম, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মঞ্জুরুল হক রাসেল, ফুলবাড়ীয়া প্রেসক্লাবের আহ্বায়ক আলহাজ্ব আঃ রাজ্জাক, ফুলখড়ির সম্পাদক মন্ডলীর সভাপতি মো. শেখ সাদী, দৈনিক কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি আঃ হালিম, ভোরের কাগজ এর হাফিজুল ইসলাম স্বপন, আজকের বাংলাদেশ এর আল এমরান, দৈনিক জনতা’র আঃ জব্বার, প্রতিদিনের কাগজ এর হেলাল উদ্দিন উজ্জল, দৈনিক মানব কন্ঠের শামীম আহম্মেদ, দৈনিক আমাদের কন্ঠের মো. আল-আমিন, ঢাকা প্রতিদিনের শহিদুল ইসলাম ও ফুলখড়ির স্টাফ রিপোর্টার মোবারক হোসেন প্রমূখ। এ আয়োজনে অংশগ্রহণ করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মো. নুরুল ইসলাম খান। উক্ত র্যালীতে জায়েদা মডেল প্রি- ক্যাডেট স্কুল এর শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এরপর উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আলহাজ্ব নূরে আলম ছিদ্দিকী। SHARES গণমাধ্যম বিষয়: