যানজটে নাকাল ফুলবাড়ীয়া ফুলখড়ি ফুলখড়ি প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২১ স্টাফ রিপোর্টার : ফুলবাড়ীয়া কলেজ থেকে ভালুকজান পর্যন্ত প্রতিদিন ভয়াবহ যানজটের কবলে পড়ে যাত্রী সাধারণ ও পথচারীরা এখন নাকাল হয়ে পড়েছে। ফুলবাড়ীয়া উপজেলার প্রাণকেন্দ্র ফুলবাড়ীয়া বাজার- এ বাজারকে কেন্দ্র করে মেইন সড়কের দুই পাশে গড়ে উঠেছে বহুতল ভবন সহ ব্যবসা প্রতিষ্ঠান। দিন যাচ্ছে, বাড়ছে মানুষ তার সঙ্গে পাল্লা দিয়ে যানবাহনও বৃদ্ধি পেয়েছে কয়েকগুন। দখল হয়ে গেছে ফুটপাত। সেই অনুপাতে মেইন সড়কটি আরও সরু হয়ে গেছে। বর্তমান করোনা পরিস্থিতির কারণে প্রবাসীরা দেশে ফিরে এসেছে- এর পাশাপাশি বেকার সমস্যাও কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। অভাবের তাড়ণায় কাজ কর্মের সন্ধ্যানে পিতা ক্রয় করেছে অটো গাড়ী, আবার পুত্রও ক্রয় করেছে অটো গাড়ী। মেইন সড়ক থেকে শুরু করে বাজারের অলিগলিতে এখন অটো গাড়ী আর অটো গাড়ী। কোন রোডেই নেই নুন্যতম শৃঙ্খলা- আছে শুধু যানজট আর যানজট ! থানা পুলিশের সামনেও ফুটপাত সম্পূর্ণ বেদখলে- অন্য অলিগলিও তো হিসেব নেই- কে শুনে কার কথা ? এ ভয়াবহ যানজটের কারণে মানুষ সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারছে না। এক দিকে যেমন সময় অপচয় হচ্ছে- আরেক দিকে আর্থিক ভাবেও মানুষ আজ চরম ক্ষতির সম্মুখিন। সুশীল নাগরিক সমাজের দাবি, ফুলবাড়ীয়া বাজারের পূর্ব দিক হয়ে অথবা পশ্চিম দিক দিয়ে বড় বাইপাস সড়ক নির্মাণ করার উদ্যোগ এখন সময়ের দাবি। অপরদিকে একটি স্থায়ী বাস টার্মিনাল না থাকায় দিন দিন যানজটের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এ ব্যাপারে জনপ্রতিনিধি ও প্রশাসনের যৌথ উদ্যোগ প্রয়োজন। এ প্রসঙ্গে পৌর মেয়র আলহাজ্ব গোলাম কিবিরিয়া ফুলখড়িকে বলেন, ফুলবাড়ীয়ার যানজট একটি অন্যতম সমস্যা। বাইপাস সড়ক নির্মাণ করার উদ্যোগ হিসেবে মাননীয় এমপি মহোদয়ের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছি, আবারও কথা বলবো, সাময়িকভাবে মানুষ যাতে চলতে পারে তার জন্য ভালুকজান পূর্ব দিকে আলহেরা স্কুল হয়ে হাসপাতাল রোড এবং ৮নং ওয়ার্ডে গোরস্থান পর্যন্ত রাস্তাটি দিয়ে সরাসরি মানুষ যাতে যাতায়াত করতে পারে তা নিশ্চিত করার প্রক্রিয়াধীন রয়েছে। এ বছর আমার প্রথম প্রচেষ্ঠা হলো পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নীত করা। তাহলে অনেক সমস্যা সমাধান হবে আশা করি । সড়কের উপর ভ্যান রিক্সা যাতে দাড়িয়ে থাকতে না পারে তার জন্য ব্যবস্থা নিব, এক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা চাই। SHARES জাতীয় বিষয়: