ফুলবাড়িয়ায় তৃতীয়বার মেয়র নির্বাচিত গোলাম কিবরিয়া Jamal Jamal Khan প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১ ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভা নির্বাচনে টানা তৃতীয়বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. গোলাম কিবরিয়া। গতকাল শনিবার দ্বিতীয় ধাপে ফুলবাড়িয়া পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২৩৭৫১ ভোটের মধ্যে ৭০.৪১% ভোট কাস্ট হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে ৯ টি ওয়ার্ডের শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই প্রতিটি ভোটকেন্দ্রে নারী ভোটার উপস্থিতি ছিল ব্যাপক। মো. গোলাম কিবরিয়া নৌকা প্রতীক নিয়ে ৫৬৩৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আ’লীগের বিদ্রোহী প্রার্থী মো.গোলাম মোস্তফা (জগ) পেয়েছেন ৪৪২৮ ভোট, মো. চান মাহমুদ (ধানের শীষ) পেয়েছেন ৪০৬৩ ভোট, আ’লীগের বিদ্রোহী মো গোলাম কিবরিয়া সেলিম (নারিকেল গাছ) পেয়েছেন ১৭৯২ ভোট ও মো. আলাল উদ্দিন (হাত পাখা) পেয়েছেন ৭৭১ ভোট পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বেসরকারী ভাবে গোলাম কিবরিয়াকে নির্বাচিত ঘোষনা করেছেন। SHARES জাতীয় বিষয়: