
মোঃ আব্দুল হালিম:-
দেশের বৃহৎ বদ্ধ জলাশয় ফুলবাড়িয়ার বড়বিলা বিলে দুই মাস মাছ আহরণ বন্ধ থাকায় অর্ধশতাধিক জেলে পরিবারে মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টম্বর) বিকালে বিলপাড়ের জেলেদের মাঝে চাউল,ডাল,তৈলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া, পাহাড় অনন্তপুর, হাতিলেইট, বাওলাবাজার ও আনুহাদি—এই পাঁচটি গ্রামের মাঝখানে বড়বিলা বিলের অবস্থান। এর আয়তন শুকনো মৌসুমে ৩৬৮ একর, আর বর্ষা মৌসুমে হয় প্রায় ৭০০ একর। এর মধ্যে বিলে প্রায় ৩৬১ একর সরকারি খাসজমি রয়েছে।
বড়বিলকে পদ্ম,শাপলা ও দেশীয় সুস্বাদু মাছের স্বর্গরাজ্য বলা হয়। বিলপাড়ের শতাধিক পরিবার বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেপ্টেম্বর ও অক্টোবর এ দুই মাস মাছ আহরন নিষেধ করা হয়।
গতকাল বিকালে বিলপাড়ে খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম মুক্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহা. যোবায়ের হোসেন, মৎস্য কর্মকর্তা মোহা. ফরিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইদুল হক, উপজেলা আইসিটি কর্মকর্তা শরিফুল ইসলাম, ফুলবাড়িয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম, বিএনপি নেতা মো. খোরশেদ আলম।