মোঃ নূরুল ইসলাম খান:
দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ বিভাগের পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন এ প্রশিক্ষনে অর্জিত জ্ঞান কাজে লাগানোর মাধ্যমে আগামী দিনগুলোতে দুর্নীতি বিরোধী কার্যক্রম আরও বেগবান হবে। তিনি বলেন সততা চর্চা আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর মিথ্যা চর্চা জাহান্নামে নিয়ে যাবে। এ সমাজে ভালো মানুষের কদর আছে। কর্ম ও দায়িত্বের মাধ্যমে তা প্রকাশ করতে হবে। তিনি আরও বলেন- যাচাই-বাচাইয়ের মাধ্যমে কমিশন কর্তৃক আপনারা মনোনীত হয়েছেন- তা ধরে রাখতে হবে।
গতকাল রবিবার (২৭ এপ্রিল) সকালে জেলা ও উপজেলা প্রতিরোধ কমিটির অংশগ্রহনে “দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির কৌশল শীষক” দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন কালে প্রধান অতিথির বক্ত্যেবে পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম এসব কথা বলেন। সমন্বিত জেলা কার্যালয়ে উপ-পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া এর সভাপতির বক্তব্যে বলেন- এ প্রশিক্ষনের মাধ্যমে জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে। ঘোষিত প্রোগ্রামগুলো বাস্তবায়নে আরও সুন্দর হবে। নতুন কিছু ধারনা পাবেন। মাঠ পর্যায়ে সরকারি কাজ সঠিক ভাবে হচ্ছে কিনা তা প্রতিকারের ব্যবস্থা করতে হবে। দুর্নীতি দমন কমিশন পরিচিতি ও দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ইং সেশন পরিচালনা করেন উপ-পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া, উপসহকারী পরিচালক মোঃ শাহাদত হোসেন। দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনের উদ্দেশ্য, দায়িত্ব ও কর্তব্য এবং এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের ভূমিকা, দুর্নীতি প্রতিরোধে গনসচেতনা মুলক প্রোগ্রাম আয়োজন (রচনা/বিতর্ক/চিত্রাঙ্গন প্রতিযোগিতা) ও এর সামাজিক প্রভাব সেশন পরিচালনা করেন সহকারী পরিচচালক মোঃ বুলু মিয়া, উপ-সহকারী পরিচালক রেজওয়ান আহমেদ। সততা সংঘ ও সততা স্টোর গঠনের উদ্দেশ্য, লক্ষ্য এবং স্কুল কর্তৃপক্ষ/শিক্ষক, প্রশাসন ও প্রতিরোধ কমিটির ভূমিকা, যোগাযোগ দক্ষতা সেশন পরিচালনা করেন সহকারী পরিচারক রাজু মোঃ সারওয়ার হোসেন ও উপ-সহকারী পরিচালক শাহাদত হোসেন। সততা, নৈতিকতা ও মূল্যবেবাধ, প্রাতিষ্ঠানিক সংস্কৃতিতে সুশাসন সেশন পরিচারনা করেন বিভাগীয় পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন ও উপসহকারী পরিচালক ইব্রাহীম খলিল।
সমাপনী এবং সনদ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি অধ্যাপক আজিজ আহমেদ, গফরগাঁও কমিটির সভাপতি খন্দকার ডা. এহসান, মুক্তাগাছা কমিটির সভাপতি স্বপন দাস। সভাপতি ও প্রধান অতিথি প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের মাঝে সনদ বিতরণ করেন।