ময়মনসিংহের ফুলবাড়ীয়া থেকে প্রকাশিত জনপ্রিয় পত্রিকা সাপ্তাহিক ফুলখড়ির পাঠক ফোরাম গঠনের লক্ষ্যে পরিচালনার নীতিমালা প্রণয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে ফুলখড়ির সম্পাদকমণ্ডলীর সভাপতি মোঃ শেখ সাদীর সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম। তিনি বলেন, পত্রিকাটির যে সনাম রয়েছে তা ধরে রেখেই আগামী দিনে কাজ করতে হবে। গঠিত পাঠক ফোরামের দায়িত্বশীলরা যাতে স্বচ্ছ ও নিরপেক্ষতার সাথে মনোযোগী হয়ে কাজ করে। এর পরিধি বৃদ্ধিতে সদস্যদের সকলেই এখানে আর্থিকভাবে যুক্ত থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম খান, সাপ্তাহিক ফুলখড়ির ভারপ্রাপ্ত সম্পাদক আশরাফ উজজামান খান, বার্তা সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। উক্ত সভায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রধান ৪টি লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে সাপ্তাহিক ফুলখড়ি পাঠক ফোরাম পরিচালনা নীতিমালা অনুমোদিত হয়। লক্ষ্য গুলো হলো, ১. ধর্মীয় মূল্যবোধের চেতনা সৃষ্টি, সমাজের অন্যায়-অনাচার দুর্নীতির বিরুদ্ধে এবং শিক্ষা প্রতিষ্ঠানে সততা চর্চা ও বির্তক প্রতিযোগিতার মাধ্যমে ভূমিকা রাখা। ২. নাগরিকের অধিকার সম্পর্কে (লিফলেট এর প্রচারণার মাধ্যমে) গণসচেতনা সৃষ্টি করা এবং অসহায় মানুষদেরকে সহযোগিতায় এগিয়ে আসা। ৩. জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে পরিবেশ রক্ষা ও বনায়নে ভূমিকা রাখা এবং ৪. ভালো কাজে মানুষকে উৎসাহ প্রদান, মাদক ও জুয়ার বিরুদ্ধে গণসচেনতা সৃষ্টিতে ভূমিকা রাখা। সভা পরিচালনা করেন সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম খান।