স্টাফ রিপোর্টার:
ফুলবাড়ীয়া থেকে প্রকাশিত পত্রিকা সাপ্তাহিক ফুলখড়ি’র কেন্দ্রীয় পাঠক ফোরাম কমিটি গঠন করা হয়েছে। ফুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব এসএম শাহজাহান সভাপতি, ফুলবাড়ীয়া মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ মোজাম্মেল হক আল আমিন কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ সভাপতি ১, সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা মোঃ লুৎফুর রহমান, সহ সভাপতি- ২, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আনিছুর রহমান, সহ সাধারণ সম্পাদক প্রভাষক আলহাজ্ব খালেদ বিন সাঈদ মাখন, অর্থ সম্পাদক মোঃ আল আমিন, শিক্ষা, পরিবেশ ও বনায়ন বিষয়ক সম্পাদক মোঃ উসমান গণি, ধর্মীয়, প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মোবারক হোসাইন, সম্মানিত সদস্য প্রভাষক এম আর মতিন, সদস্য মোঃ সাইফুল ইসলাম মাস্টার, মোঃ আব্দুস সাত্তার, মোঃ আঃ মতিন, মোঃ আব্দুল বারেক প্রমূখ। এ কমিটি বুধবার (১০ সেপ্টেম্বর/২৫ইং) তারিখ অনুমোদন দেয়া হয়।
উল্লেখ্য যে, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রধান ৪টি লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে সাপ্তাহিক ফুলখড়ি পাঠক ফোরাম পরিচালিত হবে। লক্ষ্য গুলো হলো, ১. ধর্মীয় মূল্যবোধের চেতনা সৃষ্টি, সমাজের অন্যায়-অনাচার দুর্নীতির বিরুদ্ধে এবং শিক্ষা প্রতিষ্ঠানে সততা চর্চা ও বির্তক প্রতিযোগিতার মাধ্যমে ভূমিকা রাখা। ২. নাগরিকের অধিকার সম্পর্কে (লিফলেট এর প্রচারণার মাধ্যমে) গণসচেতনা সৃষ্টি করা এবং অসহায় মানুষদেরকে সহযোগিতায় এগিয়ে আসা। ৩. জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে পরিবেশ রক্ষা ও বনায়নে ভূমিকা রাখা এবং ৪. ভালো কাজে মানুষকে উৎসাহ প্রদান, মাদক ও জুয়ার বিরুদ্ধে গণসচেনতা সৃষ্টিতে ভূমিকা রাখা।