মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার প্রবাসী পরিবার মানবিক সংগঠনের আয়োজনে রাঙামাটিয়া ইউনিয়নের বাবুগঞ্জ বাজার জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়।
গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকালে বাবুগঞ্জ বাজারের রাঙামাটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এ উপলক্ষে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সভাপতি দিদারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল হক আকন্দ, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সাবেক সহ সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তারা, সহ সভাপতি সাইদুল ইসলাম, বাবুগঞ্জ বাজার মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান, সংগঠনটির সহ তথ্য সম্পাদক আব্দুল আজিজ, প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলাম, সদস্য সচিব আলহাজ মিয়ার পিতা ইদ্রিস আলী, সদস্য মীর্জা মোঃ মোর্শেদ, শাহজাহান আকন্দ, শফিকুল ইসলাম আকন্দ, বুলবুল হোসেন, সমাজসেবক মফিজ উদ্দিন আকন্দ, ইউপি সদস্য আব্দুল বারেক, সমাজসেবক মোহাম্মদ আব্দুল্লাহ, শাহরিয়ার আহমেদ বুলবুল, মামুন সিকদার ও খাইরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের স্বেচ্ছাসেবক সোহাগ রানা।
পরে বাবুগঞ্জ বাজার মসজিদের উন্নয়নে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করে প্রবাসী পরিবার মানবিক সংগঠনের নেতৃবৃন্দ।