প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৫, ৯:১২ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩১, ২০২৫, ৬:১৭ অপরাহ্ণ
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে অধ্যক্ষ সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রস্তুতি সভা

মোবারক হোসাইন :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যার পরে ফুলবাড়ীয়া উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে আন্ধারিয়াপাড়া বাজারে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সহ সভাপতি, ফুলবাড়ীয়া উপজেলা বিএনপি নেতা ও আগামী নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম।
বক্তব্যে তিনি বলেন, মানুষের জন্য ভালো কাজ করতে হবে। আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন যে পাবে তাকে নির্বাচিত করার লক্ষে মাঠে কাজ করার বিকল্প নেই। বিএনপির কর্মী সমর্থক হিসেবে একমাত্র উদ্দেশ্য ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে সংসদে পাঠানো।
স্থানীয় বিএনপি নেতা জয়নাল আবেদীনের সভাপতিত্বে এতে অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম মিয়া, বালিয়ান ইউনিয়ন বিএনপি নেতা ফারুক হোসেন খান, ইউনিয়ন যুবদল নেতা ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন সেলিম ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন রবিন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আগামী পহেলা সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
Copyright © 2025 ফুলখড়ি. All rights reserved.