প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৫, ৯:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ১:০৭ অপরাহ্ণ
বড়বিলা বিলে ৯০ দিন মাছ আহরণ বন্ধের বিষয়ে জেলেদের নিয়ে মতবিনিময় সভা

মোবারক হোসাইন :
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় দেশের বৃহৎ বদ্ধ জলাশয় রাঙামাটিয়া ইউনিয়নের বড়বিলা বিলে আগামী ৯০ দিন মাছ আহরণ বন্ধের বিষয়ে জেলেদের নিয়ে সচেতন পূর্বক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বিলের হাতিলেইট পাড়ে রাঙামাটিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম।
তিনি বলেন, মাছের প্রজনন মৌসুমে ৯০ দিন আহরণ বন্ধ রাখা হলে বিলে মাছের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে এবং আগামী দিনে জেলেরা এর সুফল ভোগ করবেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এই সময়ের জন্য জেলেদের প্রণোদনা বা বিকল্প কর্মসংস্থানের বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলার আশ্বাস প্রদান করেন।
রাঙামাটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি নেতা খোরশেদ আলমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, তারুণ্যের ফুলবাড়ীয়ার সদস্য সচিব এসএম আবু সাইদ, লক্ষিণধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, রাঙামাটিয়া ইউনিয়ন বিএনপি নেতা উজ্জ্বল আকন্দ, আদিবাসী প্রতিনিধি প্রত্যুষ মারাক ও রাঙামাটিয়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং সংরক্ষিত মহিলা সদস্যরা। অনুষ্ঠানে বড়বিলা বিল নির্ভর জেলে এবং এলাকার সচেতন মহল উপস্থিত ছিলেন।
Copyright © 2025 ফুলখড়ি. All rights reserved.