মোঃহেলাল উদ্দিন উজ্জ্বল: ময়মনসিংহের ফুলবাড়ীয়া এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজনে (২১-২২)মে দুই দিন ব্যাপি শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা ও পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ীয়া এপি আয়োজনে প্লানিং এবং রিভিউ কর্মশালা ২০২৫ ফুলবাড়ীয়া উপজেলার সরকারী - বেসরকারি কর্মকর্তাবৃন্দ, ধমীয়ওসামাজিক নেতৃবৃন্দ, অভিভাবক,শিশু ও যুব প্রতিনিধির সদস্য বৃন্দ অংশ গ্রহনে স্থানীয় পালকি কমিউনিটি সেন্টারে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দুই দিন ব্যাপি কর্মশালা সেশন কার্যক্রম পরিচালনা করেন ফুলবাড়িয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ম্যানেজার নম্রতা হাউই ফুলবাড়ীয়া উপজেলা ১৩টি ইউনিয়ন ১ টি পৌরসভার ধর্মীয়নেতৃবৃন্দ,শিক্ষক প্রতিনিধি গ্রাম উন্নয়ন কমিটি,অভিভাবক,এনজিও প্রতিনিধি,সরকারী-বেসরকারি কর্মকর্তা বৃন্দ,কর্মশালায় অংশ গ্রহন করেন।
কর্মশালায় ফুলবাড়ীয়া এপি শিশু কল্যাণে বাস্তবায়ন যোগ্য ইস্যু সমুহ পুষ্টিহীনতা,দারিদ্রতা,বাল্য বিবাহ,,মোবাইল আসক্তি, শিশুশ্রম, অগ্রাধিকার হিসেবে ফুলবাড়ীয়া এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ীয়া উপজেলা ১৩টি ইউনিয়ন১ টি পৌরসভায় আগামী অর্থ বছরে কার্যক্রম ভোটিং মাধ্যমে বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহিত হয়।এ সময় ফুলবাড়ীয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রোগ্রাম অফিসা ফ্লোরা মাংসাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি,ফুলবাড়ীয়া এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- ইউএনডিসি, শিশু ফোরাম, ইউথ ফোরাম, শিশু কল্যাণ সোসাইটি, গ্রিন ভিশন, ও এপি স্টাফগন উপস্থিত ছিলেন।।