
মোঃ হেলাল উদ্দিন ফুলবাড়িয়া (ময়মনসিংহ):ময়মনসিংহের ফুলবাড়ীয়া এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজনে পুষ্টিতেই শিশুর বিকাশ এই শিরোনামে পুষ্টি বিষয়ক উঠান বৈঠক বুধবার পৌর সদরের ১ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ীয়া এপি আয়োজনে পৌরসভার১নং ওয়ার্ডে ইউ এন ডিপি সভাপতি মো.দেলোয়ার হোসেনএর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ফুলবাড়ীয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাংসাম।
উঠান বৈঠকে বিশেষ অতিথি বক্তব্য রাখছেন ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট জাহাঙ্গীর মো. সাজ্জাদ হোসোন। প্রধান অতিথির বক্তব্যে ফ্লোরা মাংসাম বলেন শিশু ও মায়েদের পুষ্টি চাহিদা মেটানোর জন্য খাদ্যের ৬টি উপাদান আমিষ, শর্করা স্নেহ,ভিটামিন,খনিজ লবণ, পানি চাহিদা মেটানোর জন্য দামি খাবার খেতে হবে এমন না বাড়ির পাশে থাকা পুইশাক, ডাটা,কচু,ডিম,দুধ,জিঙ্গা মাছ, মাংস নিয়মিতি খেতে হবে যাতে শরীর গঠনের সব গুলো উপাদান খাদ্য তালিকা থাকে। পুষ্টিকর খাাবার খেলে মা ও শিশু স্বাস্থ্য ভাল থাকবে।তিনি আরও বলেন গর্ভবতি মায়েদের প্রসবপূর্ববতী সেবা নিতে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে গিয়ে নিয়মিত শারীরিক পরীক্ষার করার তাগিদ দেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মায়ের স্বাভাবিক প্রসবের উপর গুরুত্ব আরোপ করেন তিনি।
জাহাঙ্গীর মো. সাজ্জাদ হোসেন বলেন ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সমস্যায় পড়লে সরাসরি সরকারী কর্মকর্তার সাথে কথা বলবেন। কোন দালাল বাটপারের মাধ্যমে সেবা নিতে যাবেন না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্টাফ সেবা দিতে সদা প্রস্তুত। পরিক্ষা নিরীক্ষা জন্য অফিস চলাকালীন সময়ে যাবেন।আরও বক্তব্যে রাখেন ফুলবাড়িয়া প্রেস ক্লাবের দফতর সম্পাদক হেলাল উদ্দিন উজ্জল। এ সময় ফুলবাড়িয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কমিউনিটি ফ্যাসিলিটেট শামীম আরা বেগম,রোকাইযা ইয়াসমিন,ইউপিজি ফ্যাসিলিটেট আবু রায়হান, এল এস বি ফ্যাসিলিটেট শিল্পী আক্তার,কাকলী আক্তার।