প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৩, ২০২৫, ১:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৫, ৭:৫০ অপরাহ্ণ
ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের প্রধান কার্যালয় উদ্বোধন

মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ফুলবাড়ীর ইউনিয়ন উন্নয়ন ফোরামের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৫ মে) রাতে আন্ধারিয়া পাড়া বাজারে আনুষ্ঠানিক ফিতা কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মীর আজাদ ও ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠা সভাপতি অধ্যক্ষ সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা।
পরে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ বলেন, ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের মাধ্যমে সমাজের অন্যায় অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করা সম্ভব হবে। এসময় তিনি অত্র সংগঠনটি ইউনিয়নের জনগণের সেবা করে যাবে বলে আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপি নেতা, ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও দক্ষিণ জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সহ সভাপতি অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, অত্র সংগঠনটি প্রতিষ্ঠা করাই হয়েছে ফুলবাড়ীয়া ইউনিয়নের বাসিন্দাদের নাগরিক সুবিধা নিশ্চিত করতে। তিনি বলেন, এলাকার রাস্তাঘাট উন্নয়ন ও শিক্ষার্থীদের আধুনিকতা শিক্ষায় ভূমিকা রাখবে এই ফোরাম।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম আহমেদ, ইউনিয়ন বিএনপি নেতা আফতাব উদ্দিন তারা, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন সেলিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন রবিন, ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম ও নাসরুল্লাহ মারুফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Copyright © 2025 ফুলখড়ি. All rights reserved.