মোবারক হোসাইনঃ ফুলবাড়ীয়া উপজেলা শহরের ছনকান্দা রোডস্থ রওজাতুল জান্নাত মাদ্রাসায় ফুলবাড়ীয়ার সাংবাদিক, মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (৭ মার্চ) সাপ্তাহিক ফুলখড়ির প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. নূরুল ইসলাম খান এর ব্যক্তিগত আয়োজনে ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান, তথ্য অফিস ময়মনসিংহ বিভাগীয় আঞ্চলিক কার্যালয়ের তথ্য কর্মকর্তা মনিরুজ্জামান মনির, সিনিয়র সাংবাদিক রফিক আহমেদ মিঠু, প্রেসক্লাবের সহ সভাপতি আবুল কালাম, নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ, অর্থ বিষয়ক সম্পাদক শামীম আহমেদ (নীলু), দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন উজ্জ্বল, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম, দুপ্রক সদস্য প্রভাষক মোজাম্মেল হক আলামিন, সাপ্তাহিক ফুলখড়ি’র সম্পাদক মন্ডলির সভাপতি মো. শেখ সাদি, ভারপ্রাপ্ত সম্পাদক আশরাফ উজ্জামান খান সহ অন্যান্য সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।
উক্ত ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আয়োজক সাংবাদিক আলহাজ্ব নুরুল ইসলাম খান।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মতিউর রহমান। এর আগে মাদ্রাসা সংলগ্ন ড্রেনেজ সমস্যার কারণে মাস খানেক আগে জলাবদ্ধতা সৃষ্টি হলে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান উদ্যোগী হয়ে ঐ স্থান পরিদর্শন করে ড্র্রেন নির্মাণ করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।