মো. হেলাল উদ্দিন উজ্জলঃ বাংলাদেশ খেলাফত মজলিসের ফুলবাড়ীয়া উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে ফুলবাড়ীয়া হাইস্কুল মাঠ থেকে মটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
গণ-আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার নিয়ে মটর সাইকলে শোডাউন শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ২৪ শে চত্বরে এসে দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়েছে। মোটর সাইকরে শোডাউন নতেৃত্ব দানে বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনের মনোনীত প্রার্থী মুফতী আব্দুল কাদির দা:বা:।
মটর সাইকলে শোডাউন শুরুর র্পূবে সংক্ষপ্তি আলোচনা সভায় বক্তব্য রাখনে বাংলাদশে খলোফত মজলসি ময়মনসিংহ জেলা পশ্চিম সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীম দা:বা:,সাংগঠনকি সম্পাদক মাওলানা র্মুশদি আলম দা:বা:, প্রচার ও প্রকাশনা সম্পাদক
মাওলানা আম্মার আব্দুল্লাহ দা:বা, আরো বক্তব্য রাখনে বাংলাদশে খলোফত মজলসি ফুলবাড়ীয়া উপজলো শাখার মাওলানা এমদাদুল হক আকন্দ দা:বা: মাওলানা ইমদাদুল হক দা:বা:,হাফজে লতিফ দাঃ বাঃ, মো.শাজাহান সরকার,হাফজে মাওলানা কামরুল ইসলাম নুরী দা:বা: মুফতি মনিরুজ্জামান খান দা:বা:, হাফজে মুহাম্মাদ উসামা, হাফজে মুহাম্মাদ শামসুজ্জামান নুরী ।