প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৩, ২০২৫, ১:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৩, ২০২৫, ৭:১০ অপরাহ্ণ
ফুলবাড়ীয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

মির্জা মোঃ মনজুরুল হক
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”এই প্রতিপাদ্যকে সামনে ময়মনসিংহের ফুলবাড়ীযা উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল যুব র্যালি, আলোচনা সভা, শপথ পাঠ, যুব ঋণের চেক, প্রশিক্ষণ সনদ ও ব্যাগ বিতরণ।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রওশন জাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন নাহার, উপজেলা সমাজ সেবা অফিসার মো. মোজাম্মেল হক, রুপালী ব্যাংকের ম্যানেজার মো. রেজাউল করিম, কালাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় যুব সমাজ অংশগ্রহণ করেন। বক্তারা যুবসমাজকে দক্ষ ও স্বনির্ভর করে গড়ে তোলার আহ্বান জানান এবং জাতীয় উন্নয়নে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে যুবকদের মাঝে যুব ঋণের চেক, প্রশিক্ষণ সনদ ও ব্যাগ বিতরণ করা হয়।
Copyright © 2025 ফুলখড়ি. All rights reserved.