মো. হেলাল উদ্দিন উজ্জ্বল: ময়মনসিংহের ফুলবাড়ীয়া এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে স্থানীয় পালকি কমিউনিটি সেন্টারে আমার জীবন আমার স্বপ্ন ২০২৫ উদযাপন করা হয়েছে। ফুলবাড়ীয়া উপজেলার ৭ টি ইউনিয়নের শিশু ফোরামের সদস্য রা অংশ গ্রহন করেন।আমার জীবন,আমার স্বপ্ন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে রাখেন ইউএন মোহাম্মদ আরিফুল ইসলাম। ফুলবাড়ীয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ীয়া এরিয়া ম্যানেজার নম্রতা হাউই সভাপতিত্বে অনুষ্ঠানে আরোও বক্তব্যে রাখেন ফুলবাড়ীয়া উপজেলা মহিলা শিশু বিষয়ক কর্মকর্তা নাসরিন পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,অন্বেষণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন,সিসিডিবি এরিয়া ম্যানেজার পিটার সরকার, ধর্মীয় নেতা অমান উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ইউএন মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, লক্ষ্য স্থির রেখে সামনে এগিয়ে যেতে হবে।পড়াশুনা প্রতি গুরুত্ব আরোপ করে তিনি বলেন লক্ষ্য স্থির রেখে পড়াশুনা করতে হবে,লক্ষ্য থেকে বিচ্চ্যুত হওয়া যাবে না।
ফুলবাড়ীয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এরিয়া ম্যানেজার নম্রতা হাউই বলেন,প্রতিটি স্বপ্ন বয়স বাড়ার সাথে স্বপ্নের পরিধি পরিবর্তন হয়।স্বপ্ন তৈরির ধাপ ৩ টি, প্রথমত আপনার শিক্ষা ও কর্মজীবন তথা চাকুরি, ব্যবসা ও অন্যান্য বিষয়,দ্বিতীয়ত ব্যক্তিগত তথা,ভবিষ্যৎ পারিবারিক বিষয় নিয়ে একটি স্বপ্ন চিন্তা করা তৃতীয়ত জীবনের শখ বিষয় নিয়ে স্বপ্ন তৈরি করা।
অন্বেষণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন বলেন,লক্ষ্য স্থির রাখতে হলে ভাল বন্ধু নির্বাচন করতে হবে। লক্ষ্য স্থির রাখতে অভিভাবক ভুমিকা গুরুত্ব আরোপ করেন তিনি ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, অভিভাবক স্বপ্নের সাথে নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। সিসিডিবি এরিয়া ম্যানেজার পিটার সরকার বলেন স্বপ্ন নষ্ট করার ডিভাই আমাদের প্রত্যেকের হাতে আছে সেই ডিভাই টির সু ব্যবহার করতে হবে। আমার জীবন আমার স্বপ্ন উদযাপন অনুষ্ঠানে অনুভুতি ব্যক্ত করেন রাজিয়া আক্তার। অনুষ্ঠান সঞ্চালন করেন আবু রায়হান ও তাসনীম জাহান অভি।