মোবারক হোসেন:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া শহরের আখালিয়া নদীর খনন কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মফিদুল আলম।বৃহস্পতিবার (২২ মে) দিনব্যাপী ফুলবাড়ীয়ায় তার বিভিন্ন সরকারি কর্মকান্ডের ফাকে দুপুরে নদীর খনন পরিদর্শন করেন মফিদুল আলম। দুপুরে শহরের ভালুকজান সংলগ্ন সহকারী কমিশনারের কার্যালয় সংলগ্ন নদী পরিদর্শন শেষে নদীর পাড়ে বৃক্ষ রোপণ করেন তিনি।
এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে বাজারের ভালুকজান ব্রিজ হতে আমতলা ব্রিজ পর্যন্ত পায়ে চলার রাস্তা নির্মাণের ব্যাপারে মফিদুল আলম বলেন, ওয়াক ওয়ে নির্মাণে এখানে একটি ভবন প্রতিবন্ধকতা হিসেবে রয়েছে। সেক্ষেত্রে এটা আইনগত উচ্ছেদ করে ওয়াক ওয়ে নির্মাণ করা হলে স্থানীয়রা উপকৃত হবে।
তিনি বলেন, খননকৃত নদীর দুপাশে মাটি অসমতল। স্থানীয়দের সুবিধার্থে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে দুপারের মাটি সমান্তরাল করলে সাধারণ মানুষ উপকৃত হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক শামীম, মোহাম্মদ কবির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সদস্য আজহারুল আলম রিপন, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম খান রাসেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মীর জাহিদুর রহমান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ ও ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি বিল্লাল হোসেন সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও একাধিক ছাত্রসংগঠনের প্রতিনিধিরা।