
মো. আব্দুল হালিম: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, লোকজ ও গ্রামীণ মেলা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশীয় খাবার পরিবেশন, গ্রামীণ খেলাধুলা ও পুরস্কার বিতরণী করা হয়।
আজ সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ষবরণে বর্ণাঢ্য আনন্দ শোভা যাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেহেরুন্নাহার। এসময় ফুলবাড়িয়া থানার ওসি মোহা. রুকনুজ্জামানসহ সরকারি,বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আনন্দ শোভাযাত্রায় শিশু-কিশোর, নারী-পুরুষ, নতুন লাল কাপড়ে, হলদে শাড়ি, পায়জামা-পাঞ্জাবি পরে গলায় গামছা ঝুলিয়ে, বর-কনে সেজে, অনেকের হাতে ছিল বেহালা-একতারা, ঢাক-ঢোলসহ নানা বেশে আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে ‘এসো হে বৈশাখ’ গাইতে গাইতে শোভাযাত্রায় অংশ নেন।
আনন্দ শোভাযাত্রা শেষে পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান, রশি টানাটানিসহ গ্রামীণ খেলাধুলা, পান্তা ভাত, নানা ধরণের ভর্তা ও গ্রামীণ খাবারের আয়োজন করা হয়। চিত্রাঙ্কন ও খেলাধোলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিরা।ফুল্লরা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে নারী উদ্যোক্তাদের নিয়ে কাপড় ও গ্রামীণ পিঠার মেলার আয়োজন করেন