মোবারক হোসাইন : দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ময়মনসিংহ দক্ষিণ জেলার ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের পুটিজানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দলটির কর্মী সমর্থকদের মিছিল যোগদানের মাধ্যমে সমাবেশ শুরু হয়। সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন।
উপজেলা কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ সমাজ কল্যাণ সম্পাদক এডভোকেট কাজী রওশন দিল আফরোজ।
বক্তব্যে তিনি কৃষকদের জন্য প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং দলটির চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের অবদান বর্ণনা করেন। এছাড়াও গত স্বৈরাচারী অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় কৃষি খাতে নজিরবিহীন দুর্নীতি ও লুটপাটের তথ্য উপস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে মীর আসির উদ্দিন শিখন বলেন, সুজলা সুফলা সোনার বাংলার কৃষকদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছেন। যা কৃষক সমাবেশের মাধ্যমে সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া হচ্ছে। এসময় তিনি আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ থানা কৃষক দলের সদস্য সচিব তোয়বুর রহমান তোতা, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম খান রাসেল, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক ফজলু, আব্দুর রহিম, নূরুল ইসলাম মেম্বার, সেলিম রেজা মেম্বার, শাহজাহান মীর, বিল্লাল হোসেন, আবু সাইদ, মোবারক হোসাইন, আনিসুর রহমান আনিস, শওকত মন্ডল, সদস্য সবুজ তালুকদার, আনোয়ার হোসেন মেম্বার, ডাঃ ইউসুফ আলী, ফারুক হোসেন, ডাঃ শামসুল হক ও ইমরান হোসেন সহ উপজেলা কৃষকদল, উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষি খাতে দলটির ভাবনার উপর উন্মুক্ত প্রশ্ন গ্রহণ করা হয়। এতে বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার আলোকে প্রশ্ন করেন কৃষক দলের সমর্থকরা।