ফুলখড়ি ডেস্ক :
অদ্য ২১আগষ্ট,২০২৫ তারিখে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,জামালপুরে নার্সিং সুপারভাইজার মেরিনা পারভীন ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃআবু রায়হানের উপস্থিতিতে এনএনসি,পিএনসি,জেনারেল মেডিসিন,জেনারেল সার্জারী ও এনসিডি কন্ডিশন এরিয়ার সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফদের সিসিপি সেশন পরিচালনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাষ্টার ট্রেইনারদের মাধ্যমে ওরিয়েন্টেশন প্রদান করা হয়।উক্ত ওরিয়েন্টেশনে মাষ্টার ট্রেইনারগন সিসিপি সেশনের উপকরণগুলো যেমন ফ্লিপচার্ট,কেএমসি, ব্রেস্ট মডেল সঠিকভাবে প্রদর্শন এবং বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের বুঝিয়ে দেন যা আগামীদিনে সিসিপি ট্রেইনারদের জন্যে সেশন পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।সিসিপি ট্রেইনার ওরিয়েন্টেশনে উপস্থিত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবু রায়হান বলেন," নুরা হেলথের কেয়ার কোম্পানিয়ন কর্মসূচির সিসিপি ট্রেইনার ওরিয়েন্টেশনের উদ্যোগটি খুবই প্রয়োজনীয় এবং প্রশংসনীয় উদ্যোগ।এই ওরিয়েন্টেশনের মাধ্যমে হাসপতালের সিনিয়র স্টাফ নার্সদের সিসিপি সেশন পরিচালনার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাবে ফলে আগামী দিনে নিয়মিত সিসিপি সেশন পরিচালিত হবে এবং সিসিপি সেশন ড্রপ আউটের সংখ্যাও কমে আসবে।পাশাপাশি সংশ্লিষ্ট কন্ডিশন এরিয়ার রোগী এবং রোগীর পরিচর্যাকারীগন স্বাস্থ্য শিক্ষায় শিক্ষিত হবে এবং স্বাস্থ্য শিক্ষার বিষয়গুলো চর্চার মাধ্যমে গর্ভবতী মা, প্রসূতি মা,নবজাতক,ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ,স্ট্রোক এবং সার্জারী পরবর্তী ইনফেকশন সংক্রান্ত জটিলতাগুলোও আস্তে আস্তে কমে আসবে। আমি নুরা হেলথের কেয়ার কোম্পানিয়ন কর্মসূচির সফলতা কামনা করছি এবং উক্ত কর্মসূচি বাস্তবায়নে আমাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে "।উক্ত সিসিপি ট্রেইনার ওরিয়েন্টেশনে ফ্যাসিলিটেটরের দায়িত্ব পালন করনে মাষ্টার ট্রেইনার- এসএসএন,নুরানি বেগম, এসএসএন আরিফা খাতুন এবং এসএসএন রোজিনা বেগম।সিসিপি ট্রেইনার ওরিয়েন্টেশন আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করেন,নুরা হেলথ বাংলাদেশের প্রোগ্রাম এসোসিয়েট মোঃ রেজাউল করিম চৌধুরী।