মো. আব্দুল হালিম: ফুলবাড়িয়া আখালিয়া নদীর ভালুকজান ব্রীজ হইতে আমতলী ব্রীজ পর্যন্ত নদীর পাড় ঘেঁষে ওয়াকওয়ে (হাঁটার পথ) নির্মাণের দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বুধবার উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও অবস্থান কমসূচীতে সর্বস্তরের প্রায় সহ¯্রাধিক মানুষ স্বতস্ফুর্ত অংশগ্রহণ করেন। দুই ঘন্টা ব্যাপী মানববন্ধনে বিএনপি, জামায়াতে ইসলাম, জাতীয়পার্টি নেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বক্তব্য রাখেন। এর আগে সড়ক নির্মাণের দাবীতে লিফলেট বিতরণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে স্বারকলিপী প্রদান করেছেন স্থানীয় সচেতন মহল।
ফুলবাড়িয়া উপজেলা সদরের মাঝখান দিয়ে প্রবাহিত আখালিয়া নদীটি পুনঃখননের কাজ চলছে। ফুলবাড়িয়ার প্রধান সড়কে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যানজট। ভালুকজান ব্রীজ থেকে আমতলী ব্রীজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার নদীর তীর ঘেঁষে চলাচলের একটি রাস্তা নির্মাণ করা হলে যানজট নিরসনে সবচেয়ে বড় সহায়ক হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, চলমান আখালিয়া নদী খননের খননকৃত মাটি দিয়ে ওয়াকওয়ে নির্মাণ করা হলে এ রাস্তাটি বিকল্প রাস্তার পাশাপশি স্থিতিশীল বাঁধেরও কাজ করবে। রাস্তাটি বাস্তবায়িত হলে এর মাধ্যমে দৃষ্টি নন্দন ও আধুনিক পৌর শহর গড়ে উঠবে। প্রকল্পটি বাস্তবায়নের এখনই প্রকৃত সময়। নদী খনন শেষ হয়ে গেলে আগামি শতাব্দিতেও এমন সুযোগ আর পাওয়া যাবে না। তাই অনতিবিলম্বে ওয়াকওয়ে নির্মাণ করতে হবে। বক্তারা আরও বলেন, আধুনিক নগর পরিকল্পনার অংশ হিসেবে ফুলবাড়িয়ার সর্বস্তরের মানুষের প্রাণের দাবি একটি ওয়াকওয়ে নির্মাণ । এ দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম সরকার, ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মু.কামরুল হাসান মিলন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক্ব এবি ছিদ্দিক, পৌর বিএনপির আহবায়ক একে এম শমসের আলী, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম বাদল, মাসুদ আহম্মেদ মাসুদ, কামরুজ্জামান মীর আজাদ, জাকির হোসেন খান বাপ্পি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি নাজমুল হক সরকার, বিএনপি নেতা আজাহারুল আলম রিপন ফুলবাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. দেলোয়ার হোসেন, সদস্য সচিব আলামিন সাদাত প্রমূখ।