প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৩, ২০২৫, ১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৫, ২০২৫, ১০:৩৮ অপরাহ্ণ
ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে

মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের বড়ভিটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বড়ভিটা দাখিল মাদ্রাসা মাঠে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক।
বক্তব্যে আখতারুল আলম ফারুক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাংলার মানুষের অধিকার বাস্তবায়নের জন্য যথেষ্ট। বিগত অবৈধ ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো। তিনি বলেন, বর্তমানে ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই বাংলার মানুষের অধিকার নিশ্চিত করতে আগামী নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। আখতারুল আলম ফারুক বলেন, বিএনপির নাম ব্যবহার করে একটি মহল অন্যায় অপকর্মে লিপ্ত। যারা অতীতে স্বৈরাচারী সরকারের দালালী করেছে তাদের স্থান বিএনপিতে হবেনা। তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে ভবানীপুর সহ সারা এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।
ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মৌলভী মোহাম্মদ আলীর সভাপতিত্বে মতবিনিময় ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীনূর মল্লিক জীবন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন মল্লিক তাপস, উপজেলা বিএনপির সদস্য শাহ মোয়াজ্জেম হোসেন তাপস, মনিরুজ্জামান কাজল, আব্দুল আজিজ, বিএনপি নেতা একেএম ফজলুল হক ও ইউনিয়ন যুবদল নেতা রাকিব হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান বাপ্পি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম খান, রাধাকানাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য ইউনুস আলী সিঙ্গা, ইউনিয়ন বিএনপি নেতা রমজান আলী, শ্রমিক দল নেতা পাবেল মিয়া, জাকিরুল ইসলাম, ছাত্রদল নেতা মইনুল হক সিফাত ও মেহেদী হাসান চঞ্চল সহ উপজেলা ও পৌর বিএনপি এবং ভবানীপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মতবিনিময় ও আলোচনা সভা পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি নেতা আরিফ রাব্বানী।
বক্তারা বলেন, আওয়ামী অপশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আখতারুল আলম ফারুক মাঠে সক্রিয় ভূমিকা পালন করার পাশাপাশি সর্বাবস্থায় নেতাকর্মীদের খোঁজ খবর রেখেছেন। তাই ফুলবাড়ীয়া আসনে আগামী সংসদ নির্বাচনে আখতারুল আলম ফারুক একমাত্র ধানের শীষের যোগ্য প্রার্থী।
Copyright © 2025 ফুলখড়ি. All rights reserved.