মো. আব্দুল হালিমঃ তারুণ্যের ৫৭ পার্সেন্ট শক্তিকে যদি সঠিক ভাবে পথ চলতে সাহায্য করা হয়, তাহলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আমাদের তরুণ সমাজ কাজ চায়, তাদেরকে যদি কাজ দেওয়া হয় তাহলে কারও ঘাড় মটকাবে না। তাদের ১৭ বছর কোন কাজ দেওয়া হয়নি, যে কারনে অগণিত তরুণ বিপদগ্রস্থ হয়েছে। তারুণ্যের শক্তি কাজে লাগালে দেশ ঘুরে দাঁড়াবে।
যারা ১৫ বছর দেশ পরিচালনা করেছেন, তারা শুধু বলেছেন স্বাধীনতার পক্ষের শক্তি ও বিপক্ষে শক্তি। তাহলে বাংলাদেশের শক্তি কে ? তরুণরাই বাংলাদেশের পক্ষের শক্তি। পিন্ডি বলেন আর দিল্লি বলেন, আমরা অন্যকোন দেশের তাবেদারী করতে রাজি নই। আমরা বাংলাদেশী একটাই আমাদের পরিচয়, এই পরিচয়ে যদি ঐক্যবদ্ধ থাকতে পারি এই দেশ পিছিয়ে থাকবে না।
বুধবার ফুলবাড়িয়া মির্জা গার্ডেনের দ্বিতীয়তলায় তারুণ্যের ঈদ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মু কামরুল হাসান মিলন তাঁর বক্তব্যে এসব কথা বলেছেন।
ক্রীড়া সংগঠক ও ময়মনসিংহ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এ্যাডভোকেট মো. মাহবুর রশীদ ফরাজির সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মো. জসিম উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মো. ফজলুল হক শামিম, সেক্রেটারি ডা. আ. রাজ্জাক, অধ্যক্ষ এইচ এম জোবায়ের, ছাত্রশিবিরের সভাপতি মানিক হাসান, তারুণ্যের ফুলবাড়িয়ার সদস্য সচিব এসএম আবু সাঈদ প্রমূখ।