প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৫, ৯:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৭, ২০২৫, ১:২২ পূর্বাহ্ণ
তানযীহুল উম্মাহ মডেল মাদরাসায় নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে শুভেচ্ছা ক্লাস

মোবারক হোসাইন: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার তানযীহুল উম্মাহ মডেল মাদ্রাসায় ২০২৫ শিক্ষাবর্ষে আনুষ্ঠানিকতার সাথে শুভেচ্ছা ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকালে শহরের ছনকান্দা সড়কের পাশে প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে এ উপলক্ষে আনন্দ উদ্দীপনার মাধ্যমে শিক্ষার্থীদের অংশ গ্রহণে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে বরণ করেন প্রতিষ্ঠানটির পরিচালক ও অন্যান্য শিক্ষক মন্ডলীরা। এছাড়াও শিক্ষার্থী অভিভাবকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ব্যতিক্রমী আয়োজনের এই অনুষ্ঠানে খুশিতে ব্যপক আনন্দিত শিক্ষার্থীরা।
শিক্ষার্থী অবিভাবকরা অভিমত ব্যক্ত করে বলেছেন, তানযীহুল উম্মাহ মডেল মাদ্রাসার এ আয়োজন শিক্ষার্থীদের আনন্দিত করেছে। পাশাপাশি তাদের পাঠদানে নতুন উৎসাহ সৃষ্টি হবে।
তানযীহুল উম্মাহ মডেল মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন জিহাদী বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মেধাবিকাশে পড়াশোনার পাশাপাশি আনন্দ দেওয়ার জন্যেই এ আয়োজন। এতে শিক্ষার্থীদের পাঠগ্রহণ ও প্রতিষ্ঠানমুখী হতে সহায়ক ভূমিকা পালন করবে।
Copyright © 2025 ফুলখড়ি. All rights reserved.