
স্টাফ রিপোর্টার :
ফুলবাড়ীয়া পৌরসভার ৭নং ওয়ার্ডে অবস্থিত জায়দা মডেল প্রি-ক্যাডেট স্কুলে বিশেষ বিতর্ক প্রতিযোগিতা ও বিকেডিএ ২০২৪ সালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ আগস্ট) সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আলহাজ্ব মো. নূরুল ইসলাম খান। এতে পক্ষ ও বিপক্ষ দলে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা “মোবাইল ফোন আশীর্বাদ নয়, অভিশাপ” বিষয়ের উপর বিতর্কে অংশ গ্রহণ করে।
অনুষ্ঠানে ফিতা কেটে আয়োজনের শুভ উদ্বোধন করেন উদ্বোধক ও প্রধান অতিথি নেত্রকোনার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও অভিভাবক মোঃ হেলাল উদ্দিন। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে এরকম প্রতিযোগীতা হয় তা আমার জানা নেই। এ প্রতিযোগিতায় আমি অভিভূত হয়েছি। তিনি আরও বলেন, মোবাইলের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতার কোন বিকল্প নেই, সঠিক চর্চার মাধ্যমেই শিক্ষার্থীরা একদিন কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। তিনি স্কুলের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, উদ্যোক্তা ব্যবসায়ী ফুলবাড়ীয়ার এর সভাপতি আব্দুর রউফ মন্ডল, সাংবাদিক আল আমিন, শামীম আহমেদ নিলু, মো. মোবারক হোসাইন, শিক্ষার্থী অভিভাবক মো: আব্দুল আলিম, মো: আমির হোসেন, শিক্ষক মাহমুদুল হাসান মাসুক প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা ও প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন পাঞ্জানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওসমান গনি। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ডিভেটি সোসাইটি এর সহ-সভাপতি মো: দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক মো: নাজমুল হক টিটু। পরে অনুষ্ঠানে অংশগ্রহণকারী পক্ষ-বিপক্ষ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য যে, ডিভেটি সোসাইটির পক্ষ থেকে রচনা প্রতিযোগিতায় দু’গ্রুপে ৬ জন ও প্রতিষ্ঠানকেও পুরস্কৃত করা হয়।