উপজেলা কৃষক লীগের সাবেক দপ্তর সম্পাদক ও ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বাদলের বিরুদ্ধে প্রকল্পের অনিয়ম, দূর্নীতি ও বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ও অপসারণের দাবীতে মানববন্ধন করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ফুলবাড়িয়া ইউনিয়ন উন্নয় ফোরামের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দেওয়া হয়েছে।
মনববন্ধন চলাকালে বক্তারা বলেন, ৪ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে চেয়ারম্যান জয়নাল আবেদীন বাদল, তার ছোট ভাই সাবেক উজেলা ছাত্রলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রাকিবে নেতৃত্বে হামলা করা হয়, যা ফুলবাড়িয়া ও ময়মনসিংহ কোতুয়ালী থানায় বিস্ফোরক আইনে মামলা হয়। ফ্যাস্টিট সরকারের দোসর ভোট চোর চেয়ারম্যান আওয়ামীলীগ সরকারের সময় ইউনিয়ন পরিষদের হতদরিদ্রদের মাঝে বিতরণের সরকারি চাউল বিক্রি, বিভিন্ন উন্নয়ন প্রকল্প কাজের ব্যাপক অনিয়ম ও দূর্নীতি করেছেন। এরপরও চেয়ারম্যান প্রকশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের দ্রুত গ্রেপ্তার ও চেয়ারম্যানের অপসারণ দাবী করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মীর আজাদ, জাকির হোসেন খান বাপ্পী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, কুদরত ই কামাল উজ্জল, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আবু বকর সিদ্দিক, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রভাষক শামীম মল্লিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন রবীন প্রমূখ।