মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আন্ধারিয়া পাড়া বাসীর সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে আন্ধারিয়া পাড়া কেন্দ্রীয় মারকাজ মসজিদ মাঠে ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন।
ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, ফুলবাড়ীয়া ময়মনসিংহ সমিতি ঢাকার নির্বাহী সভাপতি ও ফুলবাড়ীয়া বিএনপি নেতা অধ্যক্ষ সিরাজুল ইসলাম।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, ফুলবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের আপামর জনসাধারণের কথা চিন্তা করে ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরাম প্রতিষ্ঠা করা হয়েছে। তার নিজস্ব অর্থায়নে এই সংগঠনের সকল কার্যক্রম পরিচালনা হবে উল্লেখ করে সিরাজুল ইসলাম বলেন, এর মাধ্যমে দলমত নির্বিশেষে ইউনিয়নের গরীব অসহায় মানুষের জন্য কাজ করা হবে। এলাকার নিম্ন অবকাঠামো উন্নয়নে মনোযোগ দিবে ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরাম।
ইফতার ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন আন্ধারিয়া পাড়া মারকাজ মসজিদের সভাপতি খন্দকার মাহতাব জামান, জোরবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল উদ্দিন, মাদ্রাসা শিক্ষক সমিতি জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান বিএসসি, সরকারি ফুলবাড়ীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফর রহমান, স্থানীয় সমাজ সেবক আফাজ উদ্দিন ফকির, মারকাজ মসজিদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউপি সদস্য আনোয়ার হোসেন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন সেলিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন রবিন, স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউল হুদা উজ্জ্বল এবং আশরাফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরত ই কামাল উজ্জ্বল।
অনুষ্ঠানে ফুলবাড়ীয়া ইউনিয়ন এবং আন্ধারিয়া পাড়ার বিভিন্ন পর্যায়ের জনসাধারণ অংশ গ্রহণ করেন। এসময় ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের প্রাথমিক কমিটি প্রকাশ করা হয়। এতে প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক কুদরত ই কামাল উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রবিন এবং কোষাধ্যক্ষ পদে ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন সেলিমের নাম ঘোষণা করা হয়।