স্টাফ রিপোর্টার :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সহধর্মিণী ,বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বাদ আছর উপজেলা সদরের ফুলবাড়িয়া বাজার বড় জামে মসজিদে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও মোমেনশাহী ল কলেজের সভাপতি এডভোকেট রেজাউল করিম চৌধুরীর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় এডভোকেট রেজাউল করিম চৌধুরী বলেন, আজকের এ দিনটি আমাদের গর্বের ও আনন্দের দিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন জাতীয়তাবাদী শক্তির অবিসংবাদিত ও আপোষহীন নেত্রী। আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন তিনি।
এসময় রাধাকানাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান মাস্টার,রাধাকানাই ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম, যুবদল নেতা আশিকুর রহমান রুপক,আরাফাত রহমান কোকো ক্রিড়া পরিষদের আহ্বায়ক মোঃ মোস্তফা হোসাইন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব মোঃ জাহিদুল হাসান (রনি), যুবদল নেতা জাহিদ হাসান রুবেল, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন ফুলবাড়িয়া বাজার বড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রিয়াজ উদ্দিন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।