
মো. আ. জব্বার :
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফুলবাড়ীয়া শাখার নবাগত শাখা ব্যবস্থাপক সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মুহা: শামছুল হুদা চৌধুরী বলেন, ইসলামী ব্যাংক গণমানুষের ব্যাংক। জনসাধারণের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেবার জন্য ইসলামী ব্যাংক বদ্ধপরিকর। তিনি বলেন, ফুলবাড়ীয়ার সার্বিক উন্নয়ণে বিশেষ করে ব্যবসায়িক উন্নয়ণে ইসলামী ব্যাংক তার অগ্রযাত্রা বরাবরের মতো অব্যাহত রেখে গ্রাহক সেবা নিশ্চিতের সবোর্চ্চ প্রচেষ্ঠা অব্যাহত রাখবে। গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে তাঁর কার্যালয়ে ফুলখড়ি’র সঙ্গে একান্ত আলাপ চারিতায় তিনি এসব কথা বলেন।
নবাগত শাখা প্রধান মুহা: শামছুল হুদা চৌধুরী গত ৩ আগস্ট ফুলবাড়ীয়া শাখায় যোগদান করেন। এর পূর্বে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি রায়পুরা, মুক্তাগাছা সর্বশেষ ভৈরব শাখার শাখা প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি আল আরাফাহ্ ইসলামী ব্যাংকে ১৯৯৯ সালে যোগদানের মধ্য দিয়ে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ২০০১ সালে ময়মনসিংহ শাখায় প্রবেশনারী অফিসার হিসেবে যোগদান করেন এবং দীর্ঘ ২৬ বছর সফলতার সাথে জেনারেল ব্যাংকিং, বিনিয়োগ বিভাগ, ফরেন এক্সচেঞ্জ বিভাগে দায়িত্ব পালন করেন।
মুহা: শামছুল হুদা চৌধুরী ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জের পুম্বাইল গ্রামের মুহা: ফজলুল হক চৌধুরী ও মমতাজ বেগম দম্পতির চতুর্থ সন্তান। বৈবাহিক জীবনে তিনি ৩ সন্তানের জনক। তিনি সকলের নিকট সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।