
মোবারক হোসাইন : ২৪ এর ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে স্বৈরাচার পতন এবং জনতার বিজয়ের ১ম বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল করেছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে শহরের উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভালুকজান এসে শেষ হয়। এসময় স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় ফুলবাড়ীয়ার রাজপথ।
মিছিলের নেতৃত্ব দেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্য তিনি বলেন, আগামীর বাংলাদেশে নব্য ফ্যাসিবাদের জয়গা হবেনা। দলটির নেতৃত্ব সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজমুক্ত ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠন করা হবে। বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোন চাঁদাবাজি করবে না এবং করতেও দিবেনা।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক জসিম উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীম, সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ ও আব্দুর রউফ রাব্বানী।
গণমিছিলে উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিয়ন জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।