
মোঃ হেলাল উদ্দিন উজ্জ্বলঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ফুলবাড়িয়া পৌরসভা, কুশমাইল, বাকতা,রাঙ্গামাটিয়া ইউনিয়ন সহ৪ টি ইউনিয়ন কে বাল্যবিবাহ মুক্ত ও ৪ইউনিয়ন ফুলবাড়ীয়া সদর,বাকতা,নাওগাঁ ও রাঙ্গামাটিয়াটি কে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে।ঘোষণা পত্রে স্বাক্ষর করেন ইউএনও মোহাম্মদ আরিফুল ইসলাম।
ফুলবাড়ীয়া এরিয়া প্রোগ্রাম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে২০ আগষ্ট বুধবার বিকেলে ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে ৪ টি ইউনিয়ন কে বাল্যবিবাহ মুক্ত ৪ টি ইউনিয়ন কে শিশু শ্রম মুক্ত ঘোষণা করা হয়।
ফুলবাড়ীয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ম্যানেজার নম্রতা হাউই সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন,অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের বিবাহের পরবর্তী যে সমস্যা গুলো দেখা যায় তা বাল্য বিবাহের কুফল। আমরা দৃড় প্রতিজ্ঞা বদ্ধ যে শপথ পাঠ করা হলো বাস্তবায়ন করা লক্ষে কাজ করে যাবো।বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান ভুঁইয়া, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, ফুলবাড়ীয়া উপজেলা সমাজসেবা অফিসার মো. মোজাম্মেল হক, উপজেলা যুব কর্মকর্তা রওশন জামান,ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. ফরিদ আহমেদ,ফুলবাড়ীয়া পৌরসভা শিশু কল্যান কমিটির সভাপতি মো. হয়রত আলী।যুব ফোরামও ইয়োথ ভিজিলেন্স টিমের সভাপতি ফুয়াদ হাসান রিফাত শপথ বাক্য পাঠ করেন।ফুলবাড়ীয়া মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান ভুঁইয়া বলেন, শিক্ষা মন্ত্রনালয়ে পক্ষ থেকে বাল্য বিবাহ কে নিরুৎসাহী করার জন্য উপবৃত্তি একটি শর্তই হচ্ছে১৮ বছরের আগে বিয়ে নয়।ফুলবাড়ীয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ম্যানেজার নম্রতা হাউই বলেন,বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা বাস্তবায়ন আপনারা যদি সচেতন হোন তাহলেই সম্ভব।