
৫ দফা দাবি আদায় ও যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ উপলক্ষে ফুলবাড়িয়া প্রেসক্লাব সংলগ্ন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে উপজেলা সদরের বিক্ষোভ মিছিল করেন দলটি। পরে মিছিলটি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সংক্ষিপ্ত বক্তব্যে এতে নেতৃবৃন্দ বলেন,সাম্য, ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষেই আমরা স্বাধীনতা সংগ্রাম করেছি। আর সেই ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠাকে পাশ কাটিয়ে যেন-তেন একটা নির্বাচন যেন না হয় তার জন্য জামায়াত ইসলামী দীর্ঘদিন যাবৎ মাঠে আন্দোলন সংগ্রাম করে আসছে।
বক্তারা বলেন,দ্রুত সংবিধান সংশোধন করে জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালুর জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। এসময় তারা জুলাই সনদ বাস্তবায়ন সহ ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুশিয়ারী প্রদান করেন। তারা আরো বলেন, বর্তমান সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একতরফা নির্বাচন পদ্ধতি দেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মোঃ আব্দুল করিম,জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মুহাঃ কামরুল হাসান মিলন,জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এড. মাহবুবুর রহমান ফরাজি, উপজেলা জামায়াতের আমীর মাও. ফজলুল হক শামীম,উপজেলা জামায়াতের সেক্রেটার ডাঃ আঃ রাজ্জাক,উপজেলা জামায়াতের সাবেক আমীর আঃ রউফ রব্বানী,জামায়াত নেতা গোলাম মোস্তফা,আঃ মজিদ মাষ্টার প্রমূখ।